অবসর নেওয়ার পর বিচারপতিদের রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধান বিচারপতি

অবসরপ্রাপ্ত বিচারপতিদের সরকারি পদ গ্রহণ বা অবসর নেওয়ার পরপরই সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ভারতের প্রধান বিচারপতি বি আর গাভাই। যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টে আয়োজিত একটি রাউন্ডটেবিল আলোচনায় এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

লাইভল’ রিপোর্ট অনুযায়ী, গাভাই বলেন, এই ধরনের পদক্ষেপ গুরুতর নৈতিক প্রশ্ন তোলে এবং বিচারব্যবস্থার উপর জনসাধারণের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।

তিনি সতর্ক করেন, অবসরের ঠিক পরেই সরকার-নিযুক্ত কোনও পদে যাওয়া বা রাজনৈতিক পদে লড়ার উদ্দেশ্যে বিচারপতির পদ থেকে ইস্তফা দিলে এই ধারণা তৈরি হতে পারে যে বিচারিক সিদ্ধান্তগুলো ভবিষ্যতের রাজনৈতিক সুযোগের কথা ভেবেই নেওয়া হয়েছে।

গাভাই বলেন, “যদি কোনও বিচারপতি অবসর নেওয়ার সঙ্গে সঙ্গেই সরকারের কোনও পদে নিযুক্ত হন বা রাজনৈতিক দলে যোগ দেন, তা হলে তা বড় ধরনের নৈতিক সমস্যার সৃষ্টি করে এবং জনসাধারণের প্রশ্নের মুখে পড়ে। কোনও বিচারপতি যদি রাজনৈতিক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, তা হলে বিচারব্যবস্থার নিরপেক্ষতা ও স্বাধীনতা নিয়ে সন্দেহ দেখা দিতে পারে। এটি স্বার্থের সংঘাত হিসেবেও দেখা হতে পারে বা সরকারের অনুগ্রহ পাওয়ার চেষ্টা হিসেবেও ধরা পড়তে পারে।”

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?