বীরভূমের সাঁইথিয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষ, ১৭ মার্চ পর্যন্ত বন্ধ ইন্টারনেট

বীরভূমের সাঁইথিয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে প্রবল উত্তেজনা ছড়ায়। বিশেষ করে নতুন ব্রিজ এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

দোলের দিন সংঘর্ষের সূত্রপাত হয়, যার জেরে হাতোরা, মাথপালসা, হরিসারা, দরিয়াপুর ও ফুলুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অশান্তির পরিবেশ তৈরি হয়। সংঘর্ষের ঘটনার পর থেকেই সমাজমাধ্যমে নানা গুজব ছড়াতে থাকে।

এই পরিস্থিতিতে গুজব রুখতে প্রশাসন কড়া পদক্ষেপ নেয়। শুক্রবার রাত থেকে সাঁইথিয়ার বিস্তীর্ণ এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা ১৭ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে বলে সরকারি সূত্রে জানা গেছে।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?