কলকাতা: ২০২৫ সালের একাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পরীক্ষা এক ঘণ্টা এগিয়ে নিয়ে আসার জন্য শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (APGTWA) পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে আবেদন জানিয়েছিল। সেই আবেদন গ্রহণ করে এই পরিবর্তনের ঘোষণা করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, পরীক্ষাগুলি দুপুর ২টো থেকে শুরু হবে।
পরীক্ষা বিকাল ৩টে থেকে ৫টা পর্যন্ত হলে প্রান্তিক এলাকার বিদ্যালয়গুলির ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের যাতায়াতে অসুবিধার সম্মুখীন হতে হতো। বিশেষ করে সন্ধ্যার পর বাড়ি ফেরার সমস্যা হতো অনেকের জন্যই। এই সমস্যা দূর করার লক্ষ্যে APGTWA-এর সম্পাদক চন্দন গড়াই ৫ অক্টোবর শিক্ষা সংসদে একটি মেল করেন এবং পরীক্ষার সময় এক ঘণ্টা এগিয়ে আনার আবেদন জানান।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, ভিজ়ুয়াল আর্টস, মিউজ়িক এবং ভোকেশনাল বিষয়ের পরীক্ষা দুপুর ২টো থেকে ৩টে ১৫ মিনিট পর্যন্ত চলবে। অন্য বিষয়গুলির জন্য পরীক্ষা দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত হবে।
২০২৫ সালের ৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত একাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা চলবে।