মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে গান স্যালুটে শ্রদ্ধা রাশিদকে

কলকাতা: মাত্র ৫৫ বছরেই থামল সুরেলা সফর। মঙ্গলবার প্রয়াত হন উস্তাদ রাশিদ খান। বুধবার শেষ শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে শায়িত ছিল মরদেহ। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে গান স্যালুট।

শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে অনুরাগীদের ভিড় উপচে পড়ে। উপস্থিত ছিলেন শিল্পীর পরিবার এবং নিকটাত্মীয়রা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, দেবাশিস কুমার, রাজ চক্রবর্তী। সঙ্গীত জগৎ থেকে উপস্থিত ছিলেন হৈমন্তী শুক্ল, ঊষা উত্থুপ, তেজেন্দ্রনারায়ণ মজুমদার, দেবজ্যোতি বসু, সমর সাহা প্রমুখ। বেলা ১টা নাগাদ শিল্পীকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়।

রাশিদকে শেষ শ্রদ্ধা জ্ঞাপনের পর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় শিল্পীর বাসভবনে। এ দিনই কলকাতা থেকে শিল্পীর মরদেহ পাড়ি দেবে বদায়ূঁ। তাঁর জন্মস্থানেই সমাধিস্থ করা হবে তাঁকে।

জন্মসূত্রে উত্তরপ্রদেশের বদাঁয়ুর বাসিন্দা তিনি। বিখ্যাত সুরকার শাকিল বদাঁয়ুর পাড়ার ছেলে! বাবা হামিজ রেজা খানও ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ। তিনিই ৪ বছরের রাশিদকে নিয়ে গিয়েছিলেন উস্তাদ নিসার হুসেন খানের কাছে। তাঁর কাছেই শাস্ত্রীয় সঙ্গীতে প্রথমব নাড়া বাঁধা। ১৯৮০ সালের এপ্রিলে ১৪ বছরের কিশোর রাশিদ চলে এল কলকাতায়। কলকাতার আইটিসি সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমিতে শুরু হয় সঙ্গীতের পাঠ।

তাঁর গানে বুঁদ হয়ে থাকতেন শ্রোতারা। জীবনের সব রং যেন তাঁর গানের মধ্যে ফুটে উঠত। তিনি গান শুরু করলে চারিপাশে যেন এক অলৌকিক মুহূর্ত তৈরি হত। দেশের অন্যতম সেরা শিল্পীদের তালিকায় খুব অল্প সময়ের মধ্যেই জায়গা করে নিয়েছিলেন এই শিল্পী। রাশিদ খানের ছোট ছোট সরগরমের কারুকার্যে বারবার মুগ্ধ হয়েছেন শাস্ত্রীয় সংগীতের শ্রোতারা।

মূলত শাস্ত্রীয় সংগীত গাইলেও ফিউশনেও পারদর্শী ছিলেন ওস্তাদ রাশিদ খান। তাঁর গলায় শোনা গিয়েছে বলিউড এবং টলিউডের গানও। শাহিদ কাপুর এবং কারিনা কাপুরের ছবি ‘যব উই মেট’-এর জন্য কণ্ঠ দিয়ে ‘আওগে যব তুম’-এর বন্দিশ সাজিয়েছিলেন, যা বেশ জনপ্রিয় হয়েছিল। এ ছাড়াও ‘মাই নেম ইজ খান’, ‘রাজ থ্রি’, ‘মান্টো’ এবং ‘শাদি মে জরুর আনা’-র মতো ছবিতে তিনি তার কণ্ঠের জাদু ছড়িয়েছিলেন।

প্রসঙ্গত, রাশিদ ছিলেন উস্তাদ গোলাম মুস্তফা খানের ভাগ্নে। তিনি নিজের মাতামহ উস্তাদ নিসার হুসেন খানের (১৯০৯-১৯৯৩) কাছ থেকে প্রাথমিক প্রশিক্ষণ নেন। রাশিদ খান উস্তাদ রামপুর-সহসওয়ান ঘরানার গায়ক ছিলেন। মাত্র ১১ বছর বয়সে নিজের প্রথম স্টেজ পারফরম্যান্স করেছিলেন।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক