ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি নবম শ্রেণীর ছাত্রীর ‘শ্লীলতাহানি’, গ্রেফতার সাফাইকর্মী

ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। নবম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে হাসপাতালের এক চুক্তিভিত্তিক সাফাই কর্মী বিনোদ পন্ডিতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার নেতরা গ্রামের এক বাসিন্দা তাঁর অসুস্থ মেয়েকে হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তরিত করা হয়। পরিবারের অভিযোগ, সেখানেই ওই সাফাই কর্মী রোগীর শ্লীলতাহানি করে।

সোমবার রোগীর পরিবারের সদস্যরা হাসপাতালে গেলে মেয়েটি তার মা’কে বিস্তারিত ঘটনা জানায়। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ ও ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে এবং মঙ্গলবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক