মমতার বাড়ির খুব কাছেই অশোক শাহ (৬০) এবং রশ্মিতা শাহ (৫৫) নামে এই ব্যবসায়ী দম্পতিকে সোমবার রাতে ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রাতেই ঘটনাস্থলে যান খোদ মেয়র ফিরহাদ হাকিম, মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ তথা স্থানীয় কাউন্সিলার কাজরী বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। মুখ্যমন্ত্রী এই খুনের ঘটনা নিয়ে উত্তরবঙ্গ থেকে কথা বলেছেন পুলিশ কমিশনারের সঙ্গে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী এখন জেলা সফরে আলিপুরদুয়ার গিয়েছেন। আজ, মঙ্গলবার সেখানে নানা কর্মসূচি রয়েছে। রাতেই মুখ্যমন্ত্রী হাসিমারা থেকেই ভবানীপুরের জোড়া খুনের খবর পান। তিনি সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনারকে ফোন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, পুলিশ কমিশনারকে নির্দেশ দেন, ‘যত দ্রুত সম্ভব দোষীদের গ্রেফতার করতে হবে।’
ভবানীপুরে জোড়া খুনের পরে কেটে গিয়েছে অনেকটা সময়। রাতেই সেখানে যায় পুলিশ কুকুর। ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ মিটার দূরে গিয়ে থেমে যায় পুলিশ কুকুর। সূত্রের খবর অনুযায়ী, ঘরে মিলেছে গুলির খোল। ব্যবসায়িক কারণে খুন নাকি পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। সোমবার রাতেই পুলিশ এলাকার সব সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। সেখান থেকে দুই সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে বলে সূত্রের খবর।