মুর্শিদাবাদ সফরের প্রথম দিনেই সুতিতে পৌঁছেও নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারকে বিজেপি ‘লুকিয়ে সরিয়ে’ নিয়ে গিয়েছে, এমনকি ‘অপহরণ’ করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।
প্রথম থেকেই জানা গিয়েছিল, মমতা জাফরাবাদে গিয়ে নিহতদের পরিবার ও অন্যান্য ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন। কিন্তু সফরের কয়েক দিন আগেই এলাকা থেকে নিখোঁজ হয়ে যান ওই দুই নিহতের স্ত্রীরা। পরে তাঁদের খোঁজ মেলে কলকাতার সল্টলেকে, কিন্তু মুখ্যমন্ত্রী দেখা করবেন জেনেও তাঁরা এলাকায় ফেরেননি।
বহরমপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কড়া ভাষায় বিজেপিকে দুষে বলেন, “আমি ভেবেছিলাম ওদের সঙ্গে কথা বলব, কিন্তু বিজেপি ওদের সরিয়ে দিয়েছে। কেন এই লুকোচুরি? কী আড়াল করার চেষ্টা করছে?” এরপরই তিনি হুঁশিয়ারি দেন, “যারা সাম্প্রদায়িক অশান্তি ছড়ায়, আমরা তাদের ঘৃণা করি। বহিরাগতরা ধর্মের নামে আগুন লাগাতে চাইছে।”
মুখ্যমন্ত্রীর অভিযোগ, “ওই পরিবারকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এটা কি কিডন্যাপ নয়?” তিনি জানান, তাঁর ইচ্ছে ছিল পরিবারটির হাতে নিজে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ তুলে দেওয়ার। কিন্তু পরিকল্পনার আগেই তাঁদের গোপনে সরিয়ে ফেলা হয়েছে বলেই দাবি।