সংসদের চলতি বর্ষাকালীন অধিবেশনের মধ্যেই সোমবার বিকেল সাড়ে চারটেয় তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠক একাধিক রাজনৈতিক কারণে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সংসদে বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশনের ‘স্পেশাল ইন্টেনসিভ রিভিশন’ (এসআইআর) প্রক্রিয়ার মাধ্যমে বিরোধী ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে। এই ইস্যুতে সংসদে আরও জোরালো প্রতিবাদের রূপরেখা ঠিক করতেই বৈঠকে দিশা দিতে পারেন মমতা। একইসঙ্গে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষার অবহেলা ও পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণের ঘটনাও আলোচনা হতে পারে।
মুখ্যমন্ত্রীর এই বৈঠকের আরেকটি মূল উদ্দেশ্য— সংসদে বিজেপিবিরোধী ঐক্য গড়ে তোলা। তৃণমূলের মতে, এসআইআরের মতো ইস্যুতে কেন্দ্রকে চাপে ফেলতে হলে বিরোধীদের ঐক্যবদ্ধ লড়াই প্রয়োজন। এরই অংশ হিসেবে ৭ অগস্ট দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে তৃণমূলের তরফে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পরদিন, ৮ অগস্ট নির্বাচন কমিশনের দফতর ঘেরাওয়ের ডাক দিয়েছে বিরোধী জোট।
এসব বিষয় নিয়ে সোমবারের বৈঠকে বিস্তারিত আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের ধারণা, আগামী সপ্তাহে সংসদে এই ইস্যুতে বড়সড় আলোড়ন তৈরি হতে চলেছে।