লাটসাহেব প্রতিদিন সরকারকে গালাগাল দিচ্ছে : মুখ্যমন্ত্রী

রামপুরহাট কাণ্ড নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত অব্যাহত। চিঠি-পাল্টা চিঠির চাপানউতোরের মাঝে, নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে, নাম না করে জগদীপ ধনখড়কে তুলোধনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার রাজভবনের অধিপতিকে লাটসাহেব বলে উল্লেখ করে, মুখ্যমন্ত্রীর কটাক্ষ কথায় কথায় তিনি বাংলাকে সবচেয়ে খারাপ বলে উল্লেখ করেন। আর প্রতিদিন সরকারকে গালাগালি দেন।

অন্যের ঘরে দেশলাই জ্বালালে তার আগুন নিজের ঘরেও উড়ে আসতে পারে। কেন্দ্রের শাসক দল বিজেপিকে তুলোধনা করে রাজ্যপালকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী। দাবি করেছেন, বিজেপির শীর্ষ নেতৃত্বের নির্দেশ মতোই বাংলা নিয়ে খারাপ মন্তব্য জারি রেখেছেন রাজ্যপাল। রাজভবন থেকে রাজ্য পুলিশের বড় কর্তাদের কাছে সরাসরি নির্দেশ আসে বলেও অভিয়োগ করেছেন মুখ্যমন্ত্রী।

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির আঁচ থেকে নজর ঘোরাতে বগটুই কাণ্ড। নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে মন্তব্য করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। একই সঙ্গে আশ্বস্ত করেছেন বগটুই এর মর্মান্তিক ঘটনা যারা ঘটিয়েছে তাদের কড়া শাস্তি দেবে প্রশাসন।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন