লগ্নির লক্ষ্যে মুম্বইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যে শিল্পের উন্নতির লক্ষ্যে মঙ্গলবার দুপুরে দেশের বাণিজ্য নগরীতে পদার্পণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাণিজ্যের পাশাপাশি রাজনীতির বিষয়টিও সমান গুরুত্ত পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরের ক্ষেত্রে।

শিল্পপতিদের সঙ্গে বৈঠকের কর্মসূচীর পাশাপাশি মুম্বইয়ের বেশ কয়েকটি দর্শনীয় স্থানেও যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। যে তালিকায় রয়েছে সিদ্ধি বিনায়ক মন্দিরের নাম।

এই সফরে মমতার বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ করবেন শিব সেনা নেতা আদিত্য ঠাকরে এবং এনসিপি নেতা শরদ পওয়ারের সঙ্গে এমনটাই এখনও পর্যন্ত স্থির রয়েছে। এদিন মুম্বই রওনা হওয়ার আগে কলকাতা বিমান বন্দরে নিজেই এই কর্মসূচীর কথা জানান মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী বছর বাংলায় বাণিজ্য সম্মেলন। সেই সম্মেলনে আমন্ত্রণ জানাতে ও রাজ্যের শিল্পের পরিবেশকে শিল্পপতিদের কাছে তুলে ধরতেই তাঁর এই মুম্বই সফর।

Related posts

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের