সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে আগাম সতর্কতা অবলম্বনের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

আবহাওয়া দফতর জানিয়েছে, ৬ মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। যা ৯ মে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যদিও ওই ঘূর্ণিঝড়ের গতিপথ এখনও নিশ্চিত নয়। বৃহস্পতিবার মালদহের প্রশাসনিক সভা থেকে এই নিয়েই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগাম সতর্কতা অবলম্বনের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

এ দিনের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘কালবৈশাখী বড্ড বেশি হচ্ছে এবং বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে। গত সপ্তাহে কালবৈশাখীর বজ্রপাতে ১৮ জন মারা গিয়েছে। আমরা এঁদের সবাইকে দু লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘৭ তারিখ মোচা না মোটা কী একটা আসছে! অনেকেই বলছে পাথরের মতো কিছু একটা আসবে, আর সব নাকি দুমদাম করে ভেঙে দিয়ে চলে যাবে। নানা লোক নানা রকম বলছে। আমাদেরও একটা আবহাওয়া বিশেষজ্ঞদের দল রয়েছে। আমরা যদি আগে থেকে সতর্ক হতে পারি, তবে উপকুলবর্তী এলাকা থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া যেতে পারে’। 

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে