বৃহস্পতিবার থেকে বারাণসীর ধাঁচে গঙ্গা আরতি বাবুঘাটে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের জন্মদিন থেকেই বারাণসীর ধাঁচে বাবুঘাটে গঙ্গা আরতি। বুধবার আউট্রাম ঘাট থেকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাবুঘাটনে গঙ্গা আরতির কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী এ দিন বলেন, “আগামীকাল ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে বাবুঘাটে সন্ধ্যা আরতি করার প্রস্তুতি শুরু হয়েছে। বারাণসীর ধাঁচে কলকাতায় গঙ্গা আরতির কথা বলেছিলাম। সেই প্রস্তুতি শেষ হলেই গঙ্গা আরতি শুরু হবে। এরপর চাইব দক্ষিণেশ্বর এবং বেলুড়ে গঙ্গা আরতি হোক। সন্ধ্যায় গঙ্গা আরতির জন্য পরিকল্পনা করা হচ্ছে”।

প্রাথমিক ভাবে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম গঙ্গা আরতির জন্য বেছেছিলেন বাবুঘাটকেই। এ দিন সেই ঘাট পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। মেয়র, পুলিশ ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে নিজেই ঘুরে দেখেন গঙ্গার ঘাট। এর পর আউট্রাম ঘাটে গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থীদের স্বাগত জানাতে গিয়ে আগামীকাল থেকে গঙ্গা আরতির ঘোষণা করেন তিনি।

কলকাতার এই গঙ্গা আরতি তিলোত্তমার অন্যতম নজরকাড়া ‘ডেস্টিনেশন’ হয়ে উঠবে বলেও আশাবাদী মুখ্যমন্ত্রী। আগামী দিনে দক্ষিণেশ্বর, বেলুড়, কালীঘাট ও তারাপীঠের মতো পীঠস্থানগুলিতেও আরতির ব্যবস্থা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। কালীঘাটে যে পুকুরটি রয়েছে, সেখানে এই আরতির ব্যবস্থা করা যেতে পারে বলে মত মুখ্যমন্ত্রীর।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন