প্রথম পাতা খবর ছোটো প্রকাশকদের সাহায্য, বইমেলায় যাতায়াতের সুবিধার্থে বাড়তি বাসের নির্দেশ মমতার

ছোটো প্রকাশকদের সাহায্য, বইমেলায় যাতায়াতের সুবিধার্থে বাড়তি বাসের নির্দেশ মমতার

334 views
A+A-
Reset

কলকাতা বইমেলা সকলের হৃদয় ছুঁয়ে গিয়েছে। এটা প্রকৃত অর্থে আন্তর্জাতিক বইমেলা। সোমবার কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর কথায়, “বইমেলায় প্রবেশ অবাধ। কোনো টিকিট লাগে না। বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। নতুন ছোটো ছোটো প্রকাশকদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। পারলে জল এবং খাবারের ব্যবস্থা করতে হবে। এ ব্যাপারে আমি সুজিত বসু, সব্যসাচী, কৃষ্ণা, ববি অরূপ, তাপস- সকলকে বলব তাদের পাশে থাকতে হবে। তারা অনেক দূর-দুরান্ত থেকে আসছে, তাদের সাহায্য করতে হবে”।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘কয়েকটা স্টল দেখে একটা জিনিসই মনে হল প্রথমে। এখানে করার ফলে আকর্ষণ যেমন বেড়েছে, জায়গাও বেড়েছে। অনেকটা জায়গা। এটা কিন্তু বড় কৃতিত্ব। যেখানে লক্ষ লক্ষ মানুষ আসেন, সেখানে জায়গা না থাকলে গুঁতোগুঁতি হয়ে যায়।’’

একই সঙ্গে এ দিনের মঞ্চ থেকেই পরিবহণমন্ত্রীকে বাস পরিষেবা বাড়ানোর জন্য নির্দেশ দিলেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “এ ধরনের অনুষ্ঠানে যাতায়াতের ব্যাপারেও নজর দেওয়া হয়েছে। এখানে যেমন ব্রিজ করে দেওয়া হয়েছে। ফুটওভার ব্রিজ করা দেওয়া হয়েছে। তেমনই বাসের সংখ্যা বাড়ানোর জন্য আমি অনুরোধ করব। মানুষ যাতে মেলা থেকে রাত পর্যন্ত ভালো ভাবে ফিরে যেতে পারেন, তার জন্য বাস দিতে হবে। আমি পরিবহণমন্ত্রী স্নেহাশিসকে বাড়তি বাসের জন্য বলছি”।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.