বন্দে ভারতে পাথর ছোড়া হয়েছিল বিহারে, মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা

কলকাতা: চালু হওয়ার পর থেকেই ঘটনার ঘনঘটা সেমি-হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে। গত দু’দিন ধরে পাথর ছোড়ার ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। এই ইস্যুতেই এ বার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার সকালে জানা গিয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা বাংলায় ঘটেনি। হয়েছে বিহারে। ওই ট্রেনের গায়ের সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করে এ কথা জানিয়েছে খোদ রেল। পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, পাথর ছোড়ার ঘটনা বিহারের মাটিতে ঘটেছে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত ও আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলেও রেলের তরফে জানানো হয়েছে।

বৃহস্পতিবার রেল এমন দাবি করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বেশ কিছু সংবাদমাধ্যম তিন দিন ধরে বিষয়টি প্রচার করেছে আমাদের বিরুদ্ধে। ফেক নিউজ দেখিয়েছে। বাংলাকে অসম্মান করার চেষ্টা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন আইনের পথে চলবে।’’

একই সঙ্গে তাঁর প্রশ্ন, “বিহারের মানুষের বন্দে ভারত নিয়ে ক্ষোভ থাকতেই পারে। বিহারের মানুষের ক্ষোভ থাকতেই পারে। গণতন্ত্রে মানুষের ক্ষোভ থাকতেই পারে। তা বলে বিহারকে অপমান করলে চলবে না। আমি মনে করি তাদেরও পাওয়ার অধিকার রয়েছে। বিজেপি ক্ষমতায় নেই বলে বিহারের মানুষ কেন বন্দে ভারত পাবে না”?

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন