সেপ্টেম্বরেই রাজ্যের একাধিক দফতরে মন্ত্রী বদল! শুরু জল্পনা

কলকাতা: চলতি সেপ্টেম্বর মাসেই রাজ্য মন্ত্রিসভায় রদবদলের সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, নতুন কোনো নাম নিয়ে না আলোচনা হলেও বেশ কয়েকটি দফতরের মন্ত্রী বদলাতে পারেন তিনি।

মাসেই বিদেশ যাবেন মুখ্যমন্ত্রী। নবান্নের অন্দরমহলে জল্পনা, বিদেশ সফরের আগেই এই নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন তিনি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মন্ত্রিসভায় নতুন কোনো মুখ যুক্ত হচ্ছে না। শুধুমাত্র কয়েকটি দফতর নিয়েই চিন্তাভাবনা চলছে।

সূত্রের খবর, এই দফতরগুলির কাজকর্মে খুব একটা খুশি নন মুখ্যমন্ত্রী। আপাতত নিজেই দফতরগুলির উপর নজরদারি করছিলেন। তবে এ বার তিনি মন্ত্রী বদলাতে পারেন। তবে নবান্নের শীর্ষ কর্তারা এই নিয়ে মুখ খুলতে নারাজ।

এর আগে গত বছর ৩ আগস্ট শেষ বার মন্ত্রিসভায় রদবদল ঘটিয়ে মন্ত্রিসভার সম্প্রসারণ করেছিলেন মুখ্যমন্ত্রী। তার পর থেকে এক বছরে সে ভাবে আর মন্ত্রিসভায় কোনো রদবদল হয়নি। তবে এ বার কাউকে দিতে পারেন অতিরিক্ত দায়িত্ব। পাশাপাশিই কারও কারও দায়িত্ব কমানো হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক