কলকাতা: আজ, শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে নীতি আয়োগের বৈঠক। বিরোধী জোটের মুখ্যমন্ত্রীদের প্রায় সকলেই ওই বৈঠক বয়কট করেছেন। তবে নীতি আয়োগের এই বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাষ্ট্রপতি ভবনে আয়োজিত হবে এই বৈঠক। আজকের বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নীতি আয়োগের বৈঠকে ইন্ডিয়া জোটের বাকি সঙ্গীরা যোগ না দিলেও বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগদানে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন চলছে।
শুক্রবার মমতা এ বিষয়ে বলেন, “নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত বাজেট পেশের আগেই নিয়েছিলাম। তবে সবাই মিলে আলোচনা করে যদি কোনও সিদ্ধান্ত নেওয়া হত তাহলে অন্য কিছু ভাবতাম।”
এই বৈঠকে যোগ দেওয়ার কারণ হিসাবে মমতা আরও বলেছেন, কেন্দ্রীয় সরকার ‘বিমাতৃসুলভ’ আচরণ করছে। বাংলা বঞ্চনার শিকার। তার প্রতিবাদ জানাতেই নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন তিনি। তবে একই সঙ্গে এ-ও জানিয়েছেন, ওই বৈঠকে যদি বাংলার হয়ে বলতে না দেওয়া হয় তবে বেরিয়ে আসবেন। জানা গিয়েছে, নীতি আয়োগের বৈঠকের পাশাপাশি এদিন বিজেপি নেতাদের বাংলা ভাগের পরিকল্পনার বিরুদ্ধেও সরব হন মুখ্যমন্ত্রী মমতা