কলকাতা: একুশে জুলাইয়ের সমাবেশ থেকে বেরিয়েই হাওড়ায় আগুনে ভষ্মীভূত মঙ্গলাহাটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তাঁদের স্বার্থে নতুন করে মার্কেট গড়ে দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে আশ্বাস দেন, পুলিশের পাশাপাশি আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখবে সিআইডি।
অগ্নিকাণ্ডের ঘটনায় হাওড়া পুলিশ কমিশনারেট, হাওড়া জেলা শাসক এবং মন্ত্রী অরূপ রায়, বিপর্যয় মোকাবিলা দফতর সকলকে নিয়ে একটি কমিটি গঠনের কথা জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি মঙ্গলাহাটের জমি নিয়ে হওয়া সমস্যাও মেটানো হবে আশ্বাস দেন।
মুখ্যমন্ত্রী বলেন, মঙ্গলাহাটের ব্যবসায়ীদের স্বার্থে কিছু করার জন্য তিনটি উপায় রয়েছে। প্রথমত, জমির মালিকানার তথ্যে যদি দেখা যায়, জমিটি সরকারের মালিকাধীন তা হলে সেখানে একটি নতুন মার্কেট গড়ে দেওয়া হবে। দ্বিতীয়ত, সরকারি মালিকানা না থাকলেও সেটিকে সরকারি মালিকানায় এনে মার্কেট গড়া যেতে পারে। তৃতীয়ত, সাঁতরাগাছি বাইপাসের কাছেও জমির ব্যবস্থা করা যেতে পারে।
যদিও ব্যবসায়ীরা অন্যত্র যেতে রাজি নন। তাঁরা এখানেই ব্যবসা করতে চান। তবে মুখ্যমন্ত্রী বলেন, “জমিটা আমাদের এক্তিয়ারে থাকলে এখানে একটা বিল্ডিং বানিয়ে দিতে পারি। আর ক্ষতিগ্রস্তদের সরকার ৫ লক্ষ টাকা করে ঋণ দেবে”।
আরও পড়ুন: হাওড়ার মঙ্গলাহাটে মধ্যরাতে বিধ্বংসী আগুন