‘এটা পেলে, সেটা চায়’, নাম না করে ডিএ নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার মেদিনীপুর কলেজ মাঠের সভা থেকে মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএ নিয়ে সরকারি কর্মীদের কিছু সংগঠন এখনও ক্ষোভ প্রকাশ করে আসছে। ৩ শতাংশ দেওয়ার পরেও ডিএ নিয়ে কর্মীদের ক্ষোভে রুষ্ট মুখ্যমন্ত্রী।

মমতা জানান, “কেন্দ্র টাকা দিচ্ছে না। বঞ্চনা করছে। বিজেপি-র নেতারা গিয়ে বলছেন জলে টাকা দিও না, বাড়িতে টাকা দিও না। তা হলে আমি কী করে ভোট চাইব? বিজেপি বলছে। আমি বলব, তোমাদের লজ্জা করে না। এইগুলো সাধারণ মানুষের টাকা। আমি ম্যাজিশিয়ান নই। এত টাকা জোগাড় করব কী করে? টাকা দিচ্ছে না, কোথা থেকে জোগাড় হবে। এটা পেলে সেটা চায়, ওটা পেলে সেটা চায়। আরে যেটা পেলে, সেটাকেও ধরে রাখতে হবে”।

উল্লেখ্য, বুধবার রাজ্য বাজেটে অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, রাজ্য সরকারি কর্মচারীদের এবং অবসরপ্রাপ্তদের তিন শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হল। যা ২০২৩ সালের মার্চ থেকে কার্যকর হবে। আপাতত রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ৩ শতাংশ ডিএ পান। নয়া ঘোষণার ফলে রাজ্য সরকারি কর্মচারীরা ৬ শতাংশ ডিএ পাবেন। তারপরও রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ নিয়ে আন্দোলন করে চলেছেন।

কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করে মমতা বলেন, “এখন কেন্দ্রীয় সরকার ট্যাক্সের টাকা তুলে নেয়। কেন্দ্র জিএসটি-র টাকা দেয় না। আগামী বছর থেকে ৫ বছর ৫ লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করা হচ্ছে। যাঁরা ব্যবসা করতে চান, তাঁদের এই প্রোগ্রাম হচ্ছে ভবিষ্যৎ। সব ব্যবসাই ভালো চলে। কেউ হোটেল করতে পারেন, দোকান করতে পারেন। কারোর থেকে ভিক্ষা চাইতে হবে না”।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক