Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
'দিল্লি চলো' অভিযানে কাঁদানে গ্যাস, তীব্র নিন্দা করে কৃষকদের পাশে দাঁড়ালেন মমতা - NewsOnly24

‘দিল্লি চলো’ অভিযানে কাঁদানে গ্যাস, তীব্র নিন্দা করে কৃষকদের পাশে দাঁড়ালেন মমতা

ইমনকল্যাণ সেন: ‘দিল্লি চলো’ অভিযানের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। অভিযোগ, আন্দোলনকারী কৃষকদের ঠেকাতে ড্রোন থেকে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। হরিয়ানার সীমান্তে কৃষকদের আটকাতে হয়েছে ধস্তাধস্তিও। এই আন্দোলনে কৃষকদের পাশে দাঁড়ালেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই আন্দোলনে কৃষকদের অন্যতম দাবি কৃষি সহায়ক মূল্য নির্ধারণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করা। কৃষিঋণ মকুব-সহ একাধিক দাবিও রয়েছে তাঁদের। ২০২০ সালে এই প্রসঙ্গে আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেই সংগঠনগুলির অভিযোগ। কৃষকদের দু’টি বড় সংগঠন সংযুক্ত কিসান মোর্চা এবং কিসান মজদুর মোর্চা গত ডিসেম্বরেই দাবি আদায়ে ‘দিল্লি চলো’ অভিযানের ডাক দেয়। পাশাপাশি ১৬ ফেব্রুয়ারি আন্দোলনকারীরা ডাক দিয়েছেন ভারত বন্‌ধের।

ঘটনায় প্রকাশ, কৃষকদের দিল্লি অভিযান ঘিরে দিল্লির অদূরে পাঞ্জাব-হরিয়ানা সীমান্ত অশান্ত হয়ে ওঠে। দলে দলে কৃষক ব্যরিকেড ভেঙে এগতে চাইলে হরিয়ানা পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটালে বেশ কয়েকজন কৃষক অসুস্থ হয়ে পড়েন। এ দিন সেই ঘটনারই তীব্র নিন্দা করলেন বাংলার মুখ্যমন্ত্রী। এ দিন এক্স হ্যান্ডলে (আগের টুইটার) একটি দীর্ঘ পোস্টে তিনি লেখেন, ‘‘দেশের কৃষকদেরই যদি কাঁদানে গ্যাস দিয়ে আক্রমণ করা হয়, তবে দেশ এগোবে কী করে!’’

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করে মমতা আরও লেখেন, ‘‘কেন্দ্রীয় সরকার যে কৃষক এবং শ্রমিকদের যথাযথ সাহায্য করতে পারেনি তার প্রমাণ এই ঘটনা। নিজেদের মৌলিক অধিকারের কথা বলতে চাওয়ার জন্য আক্রান্ত হতে হচ্ছে কৃষকদের। আমি কৃষকদের উপর এই আক্রমণের ঘটনার ‘তীব্র নিন্দা’ করছি।’’

বলে রাখা ভালো, সমস্ত রকম চাষের জন্য নূন্যতম সহায়ক মূল্য দেওয়ার আইন, কৃষক ঋণ মকুব করার পাশাপাশি স্বামীনাথন কমিশনের সমস্ত সুপারিশ কার্যকর করতে হবে- মূলত এই তিন দাবি নিয়ে দীর্ঘদিন ধরে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন কৃষকরা।

Related posts

এ বার রাজ্যপালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন সাংসদ কল্যাণ

পার্থর পর কল্যাণময়, ইডির পরে সিবিআই মামলায়ও জামিন, জেলমুক্তি শুধু সময়ের অপেক্ষা

এসআইআরে ২৮ জনের মৃত্যু! কমিশনকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর, ‘অপরিকল্পিত সিদ্ধান্তেই যাচ্ছে মূল্যবান প্রাণ’