প্রথম পাতা খবর পঞ্চমীতে পুড়ে ছাই মণ্ডপ, মুখ্যমন্ত্রীর আর্থিক সাহায্য ফের পুজোর আয়োজনে মালদহের ‘আমরা সবাই’

পঞ্চমীতে পুড়ে ছাই মণ্ডপ, মুখ্যমন্ত্রীর আর্থিক সাহায্য ফের পুজোর আয়োজনে মালদহের ‘আমরা সবাই’

305 views
A+A-
Reset

মালদহ: মহাপঞ্চমীতে পুজো মণ্ডপে আগুন! বৃহস্পতিবার বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় মালদহের ‘আমরা সবাই’-এর মণ্ডপ। পুজো কমিটির পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও মণ্ডপও তৈরি করে এবং প্রতিমা এনে পুজো আয়োজনের জন্য আর্থিক সাহায্য করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় পুজোর উদ্বোধনের কথা ছিল। কিন্তু তা আর হয়নি। সব ব্যবস্থা করে রেখেছিলেন উদ্যোক্তারা। কিন্তু তার পরই সবাই খেয়াল করেন, মণ্ডপের একদিক থেকে কালো ধোঁয়া উঠছে। সেই ধোঁয়া ধীরে ধীরে আকাশ ঢেকে ফেলছে। দেখতে দেখতে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় গোটা মণ্ডপ।

দুঃসংবাদ পাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটির পাশে দাঁড়ান। তাঁর নির্দেশে ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ঘটনাস্থলে পৌঁছন। পুজো কমিটির সদস্যদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। যুদ্ধকালীন তৎপরতায় আবারও মণ্ডপ তৈরি করে এবং প্রতিমার বন্দোবস্ত করে পুজোর আয়োজন করা হয়েছে।

পঞ্চমীর সন্ধ্যার এমন ভয়ঙ্কর ঘটনায় স্বাভাবিকভাবেই মন খারাপ উদ্যোক্তাদের। মন খারাপ হয়ে যায় এলাকার বাসিন্দাদেরও। তবে, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আবারও ফিরল উৎসবের আমেজ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.