প্রথম পাতা খবর ১২৩ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও নতুন মহকুমার আশ্বাস, সন্দেশখালিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

১২৩ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও নতুন মহকুমার আশ্বাস, সন্দেশখালিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

425 views
A+A-
Reset

সোমবার সন্দেশখালিতে এক জনসভায় অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১টা নাগাদ সভাস্থলে পৌঁছান তিনি। মহিলাদের বিপুল জমায়েত সভাস্থলে চোখে পড়ার মতো ছিল।

মুখ্যমন্ত্রী জানান, এদিন ১২৩ কোটি টাকা ব্যয়ে ৬৬টি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাসও করেন তিনি। সভায় উপস্থিত উপভোক্তাদের হাতে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হয়।

মানুষের আরও কাছাকাছি পরিষেবা পৌঁছে দিতে উত্তর ২৪ পরগনায় একটি নতুন মহকুমা করার ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালি গ্রামীণ হাসপাতালে শয্যা সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৬০ করার পরিকল্পনাও জানিয়েছেন তিনি।

বর্ধমানের ল্যাংচা হাবের আদলে সন্দেশখালিতে সন্দেশের হাব তৈরি করার ইচ্ছা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। স্থানীয় মানুষদের জীবিকা ও শিল্পের বিকাশের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।

সরকারি প্রকল্পের সুবিধা পেতে টাকা দেওয়ার প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আপনার টাকা, আপনার অধিকার। আমাদের প্রকল্পের জন্য টাকা লাগে না। কাউকে টাকা দেবেন না।”

মুখ্যমন্ত্রীর এই ঘোষণা সন্দেশখালির স্থানীয় মানুষদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। উন্নয়নমূলক প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন সবাই।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.