প্রথম পাতা খেলা মেলবোর্নে ১৮৪ রানে হার, সিরিজ বাঁচাতে সিডনিতে নামতে হবে ভারতকে

মেলবোর্নে ১৮৪ রানে হার, সিরিজ বাঁচাতে সিডনিতে নামতে হবে ভারতকে

300 views
A+A-
Reset

বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে মেলবোর্নে ১৮৪ রানের বিশাল ব্যবধানে হারল ভারত। ফলে চার ম্যাচের সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে পড়ল রোহিত শর্মার টিম ইন্ডিয়া। সিরিজ ড্র করার আশা বাঁচিয়ে রাখতে আগামী টেস্টে সিডনিতে নামতে হবে ভারতকে।

৩৪০ রানের কঠিন লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। প্যাট কামিন্সের দুর্দান্ত স্পেলে ৯ রানে আউট হয়ে যান রোহিত শর্মা। একই ওভারে শূন্য রানে আউট হন কেএল রাহুল। এরপর বিপদ সামাল দেওয়ার দায়িত্ব ছিল বিরাট কোহলির ওপর। কিন্তু তিনিও মাত্র ৫ রানে অফ স্টাম্পের বাইরের বল খোঁচা দিয়ে প্যাভিলিয়নে ফেরেন।

প্রাথমিক বিপর্যয়ের পর যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থের জুটি কিছুটা আশা জাগালেও পন্থের আউট হওয়ার পর আবার ভেঙে পড়ে ভারতের ব্যাটিং। একপ্রান্তে দাঁড়িয়ে লড়াই চালিয়ে গেলেও যশস্বীও বিতর্কিত সিদ্ধান্তে আউট হন। থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ভারতীয় শিবিরে ক্ষোভ ছড়ায়।

অন্যদিকে, প্রথম ইনিংসের সেঞ্চুরির নায়ক নীতীশ কুমার রেড্ডি দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হন। মাত্র ১ রানে নেথান লায়নের বলে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। এছাড়া রবীন্দ্র জাদেজা (২), ওয়াশিংটন সুন্দর (৫), জশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ দ্রুত আউট হয়ে যান।

ম্যাচের ফলাফলে অস্ট্রেলিয়া ১৮৪ রানে জয় তুলে নেয়। সিরিজের চতুর্থ এবং শেষ টেস্ট হবে সিডনিতে। সেখানেই রোহিত শর্মার দল সিরিজ ড্র করার চূড়ান্ত চেষ্টায় মাঠে নামবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.