সাগরমেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার গঙ্গাসাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’দিনের এই সফরে তিনি কপিল মুনির আশ্রম দর্শন করবেন এবং মেলার প্রস্তুতি নিয়ে মন্ত্রী ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।
এ বছর প্রয়াগরাজে কুম্ভমেলা থাকায় গঙ্গাসাগর মেলায় ভিড় তুলনামূলক কম হতে পারে বলে ধারণা করছেন একাংশ। তবে সেই অনুমানে কান না দিয়ে রাজ্য সরকার তাদের প্রস্তুতি নিখুঁত রাখতে বদ্ধপরিকর। মেলার সার্বিক ব্যবস্থাপনা থেকে সুরক্ষা ও ভিড় নিয়ন্ত্রণ, প্রতিটি দিকেই বিশেষ নজর দিচ্ছে প্রশাসন।