Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
'আমাদের সরকার কাউকে বঞ্চিত করবে না', মালদহ থেকে বার্তা মমতার - NewsOnly24

‘আমাদের সরকার কাউকে বঞ্চিত করবে না’, মালদহ থেকে বার্তা মমতার

মঙ্গলবার মালদহ সফরে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে আবার নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘দিল্লির নেতারা নির্বাচনের সময় মিথ্যা কথা বলেন, অপপ্রচার করেন। টাকা তো রাজ্য থেকে তুলে দেওয়া হয়। আমার রাজ্যের টাকা আমি তুলতে পারি না। ইদানীং রাজনীতি বেশি করছেন। জনকল্যাণমূলক কাজ করছেন না।’’

তিনি আরও বলেন,”আমাদের টাকা নিয়ে রাজনীতি করে, প্রকল্পের টাকা দেয় না অথচ কেন্দ্রীয় টিম পাঠায়”।

নাম না নিয়ে সেই শুভেন্দু অধিকারীকে নিশানা করেন মমতা। বলেন, “পুরুলিয়ার ছেলেদের বঞ্চিত করা হয়েছিল। আমার মনে রয়েছে পুরুলিয়ার চাকরির কোটাটাই কেটে দিয়েছিল। একসময় দেখলাম পুরুলিয়ার ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না”। বলে রাখা ভালো, শুভেন্দু তৃণমূলে থাকার সময়ে তিনি ছিলেন পুরুলিয়ার পর্যবেক্ষক।

এ দিন মমতার তাৎপর্যপূর্ণ মন্তব্য, “আমি তো একদিকে খুশি। কয়েকটা ডাকাত-গদ্দার আমার দল থেকে বিদেয় নিয়েছে”। তিনি আরও খোলসা করে বলেন, “পুরুলিয়ার চাকরির কোটা কেউ কেউ নিজের পকেটে ঢুকিয়ে নিয়েছিলেন। তা কিসের বিনিময়ে, নাই বা বললাম। আমি বলেছিলাম, পুরুলিয়ার ছেলেমেয়েরা কেন বঞ্চিত হবে? ওরা রাস্তায় বসে আন্দোলন করছিল। পরে আমি কোটা বাড়িয়ে ওদের কাজের ব্যবস্থা করে দিলাম”।

সভামঞ্চ থেকে মমতা বলেন, “আমরা মাছের তেলে মাছ ভেজেও মানুষের পাশে থাকার চেষ্টা করি। মানুষের পাশে দাঁড়াই। আমাদের কাছে যখন যেমন টাকা আসে, আমরা মানুষের কাজ করে দিই। আমরা জানি মানুষ আমাদের সঙ্গে আছে। এই সরকারও মানুষের পাশে থাকবে। কোনো দিন কাউকে বঞ্চিত করেনি আমাদের সরকার। কাউকে বঞ্চিত করবে না, কাউকে বঞ্চিত হতে হবে না আমাদের সরকারের কাছ থেকে। আমাদের কাছে সবাই সমান। সবার জন্যই আমরা কাজ করব”।

Related posts

মাঘে ঢিলে শীত, কলকাতায় বাড়ছে পারদ, কুয়াশার সতর্কতা জেলায় জেলায়

‘পাল্টাবেন আপনারা’, মোদীর ‘বাংলায় সরকার’ পাল্টানোর স্লোগানের পাল্টা অভিষেক

বন্দে ভারত স্লিপার ও অমৃত ভারত ২ -এ শুধুই কনফার্ম টিকিট ভ্রমণ করা যাবে