আগামী সপ্তাহে পুরুলিয়া-বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী

জয়নগরে মমতা।

কলকাতা: উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরের পর এ বার পশ্চিমের জেলাগুলিতে নজর মমতার। সূত্রের খবর, আগামী সপ্তাহেই পশ্চিমের দুই জেলা পুরুলিয়া ও বাঁকুড়ায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, আগামী ৫ ফেব্রুয়ারি বিকেলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রওনা দেবেন। মূলত সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচিতেই যোগ দিতে যাচ্ছেন তিনি।

নবান্ন সূত্রে খবর, রাজ্য মন্ত্রিসভার বৈঠক করেই ৫ তারিখ বিকেল বিকেল মমতা রওনা দেবেন পুরুলিয়ার উদ্দেশ্যে। ৬ তারিখ পুরুলিয়া ও ৭ তারিখ বাঁকুড়ায় সরকারি প্রশাসনিক সভায় যোগ দেবেন মমতা। ইতিমধ্যেই এই সফরসূচি চূড়ান্ত হচ্ছে।

উল্লেখ্য, উত্তরবঙ্গ সফরে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গন্তব্য আরও দুই জেলা। সকালে মালদহে প্রশাসনিক সভা করবেন তিনি। দুপুরে তাঁর প্রশাসনিক সভা মুর্শিদাবাদের বহরমপুরে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন