Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
“সহানুভূতি আছে, কিন্তু আন্দোলনেরও সীমা থাকা উচিত”—চাকরিহারা শিক্ষকদের নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী - NewsOnly24

“সহানুভূতি আছে, কিন্তু আন্দোলনেরও সীমা থাকা উচিত”—চাকরিহারা শিক্ষকদের নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

চাকরি ফেরানোর দাবিতে বিকাশ ভবনের সামনে দিনের পর দিন অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের একটাই দাবি—মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন এসে তাঁদের সঙ্গে কথা বলেন। সোমবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, “ওদের প্রতি আমার যথেষ্ট সহানুভূতি ছিল, আছে, থাকবেও। তবে আমি আগেই জানিয়েছিলাম, রিভিউ পিটিশন করব। আমরা করেছি। কিন্তু আদালতের কিছু নিয়ম থাকে, সেটাও মাথায় রাখতে হয়। যদি রিভিউ পিটিশন গ্রহণ হয়, তাহলে ভাল। কিন্তু কোর্টের রায় মানতেই হবে, সেটাই নিয়ম।”

মুখ্যমন্ত্রী দাবি করেন, এখনও পর্যন্ত কারও মাইনে বন্ধ হয়নি। গ্রুপ-সি যারা টাকা পাবে না, তাদের জন্যও বিশেষ স্কিম চালু করা হয়েছে।

তবে আন্দোলন নিয়ে কড়া মন্তব্যও করেন তিনি। বলেন, “পথ আটকে কাউকে আটকে রাখা যায় না। একজন প্রেগন্যান্ট মহিলা আটকে ছিলেন ১৪-১৮ ঘণ্টা, এক পরীক্ষার্থী লাফ দিয়ে আহত হয়েছেন—এগুলো মানবিকতার লঙ্ঘন। আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু লক্ষ্মণরেখা মেনে চলা উচিত।”

তিনি ইঙ্গিতে বলেন, “যারা আজ উসকানি দিচ্ছে, তারাই এক সময় মামলা করেছিল। তাদের জন্যই চাকরি বাতিল হয়েছে। আন্দোলনকারীদের বলব, রাজ্য সরকারকে বিশ্বাস করুন। আইনি পথে লড়াই করুন, আমরা পাশে আছি।”

সবশেষে রাজনৈতিক দলগুলিকে নিশানা করে বলেন, “যারা এখন আন্দোলনকে পুঁজি করে রাজনীতি করছে, তারা নিজেরাই তো মামলা করেছিল। সেটা কি ঠিক হয়েছিল?”

Related posts

এসআইআর মাঝেই তৃণমূলের মেগা বৈঠক সোমবার, অভিষেকের নেতৃত্বে সাংসদ–বিধায়কদের পারফরম্যান্স রিভিউ

নবম–দশমের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ পিছোল, আগামী সপ্তাহে প্রকাশের সম্ভাবনা

বঙ্গ ভোটের প্রস্তুতি শুরু: এসআইআর পর্বেই ইভিএম চেকিং ও প্রশিক্ষণ, আজ বিশেষ বৈঠকে কমিশন