মন্ত্রীর বাড়িতে ইডি অভিযান নিয়ে হুঁশিয়ারি মমতার

কলকাতা: বৃহস্পতিবার কালীঘাটের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিশানা করে একাধিক ইস্যুতে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। রেশন দুর্নীতি এবং পুর নিয়োগ দুর্নীতিতে রাজ্যের একাধিক মন্ত্রীর বাড়িতে ইডি অভিযান নিয়েও তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী।

রেশন দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে গিয়েছে ইডি। সে প্রসঙ্গে মমতা এ দিন বলেন, ‘‘জ্যোতিপ্রিয়ের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। এটা নোংরা খেলা চলছে। এ ভাবে মুখ বন্ধ করা যাবে না।’’ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বালুর স্বাস্থ্য খারাপ। অনেক সুগার। ও যদি মারা যায়, তা হলে বিজেপি এবং ইডির বিরুদ্ধে এফআইআর করব।’’

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করে মমতা আরও বলেন, ‘‘আমাদের সাংসদ ছিলেন সুলতান আহমেদ। তিনি মারা গিয়েছেন। তিনি সিবিআইয়ের থেকে চিঠি পেয়েছিলেন। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী মারা গিয়েছেন। নাম বলানোর জন্য অত্যাচার চালানো হচ্ছে।’’

একই সঙ্গে তিনি বলেন, “আজ জেলায় জেলায় পুজো কার্নিভাল। আগামিকাল কলকাতায় পুজো কার্নিভাল। সব মন্ত্রীরা ব্যস্ত। মানুষ বিজয়া দশমী করতে গিয়ে দেখে বালুর (জ্যোতিপ্রিয় মল্লিক) ঘরে ইডি অভিযান চলছে। সব মন্ত্রীদের বাড়িতেই যদি তল্লাশি চলে, তাহলে আর বাকি থাকল কী! বিজেপি ভাবেছে এভাবে মুখ বন্ধ করা যাবে। এটা খুবই নোংরা রাজনীতি। বিজেপি মিথ্যাবাদীদের দল।”

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। মূলত কিছু নথি যাচাই সংক্রান্ত কারণে এই তলব বলে সূত্রের খবর। বৃহস্পতিবার এই তলব নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। অভিষেককে নিয়ে তাঁর বাবার কাছে কাগজ চাওয়া হয় বলে জানান মমতা। শুধু তাই নয়, মমতার দাবি, এমন নথি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাইছে, যে নথি অভিষেকের জন্মের আগের।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক