Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কার্শিয়াঙের চা বাগানে শ্রমিকদের পোশাকে মমতা, মাথায় ঝুড়ি বেঁধে তুললেন চা পাতা - NewsOnly24

কার্শিয়াঙের চা বাগানে শ্রমিকদের পোশাকে মমতা, মাথায় ঝুড়ি বেঁধে তুললেন চা পাতা

দার্জিলিং: কার্শিয়াঙে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কার্শিয়ঙে চা বাগান থেকে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী। শ্রমিকদের সঙ্গে আলাপচারিতা এবং গান, কবিতায় জমে উঠল জনসংযোগ।

মমতার জনসংযোগ চলে একেবারে মাটিতে নেমে, তৃণমূল স্তরে। সেখানকার সংস্কৃতি কিংবা কর্মসংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যান। এ দিনও সে ছবিই দেখা গেল মকাইবাড়ি চা বাগানে। চা পাতা তোলার পাশাপাশি এখানকার শ্রমিকদের সঙ্গে কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তিনি বলেন, “পাহাড় এবং সমতলের মধ্যে ঐক্যের বাঁধন তৈরি হয়েছে। আমি মনে করি সকলে একসঙ্গে আমরা কাজ করব। আমি কিন্তু মুখে বলি না। আমি রক্তের সম্পর্ক দিয়ে করে দেখাই। আমি খুব খুশি আজ।”

চা শ্রমিকদের সঙ্গে গানও করেন মমতা। একেবারে নেপালি ভাষায় গান ধরেন চা-বাগানের শ্রমিকরা। তিনিও সুর মেলান তাতে। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যান চা বাগানেরি একটি চায়ের দোকানে। সেখানে কার্শিয়াঙের পুলিশ সুপার এবং জেলা শাসকলের সঙ্গে বৈঠক করেন তিনি।

চা-পানের মধ্যেই চা-শ্রমিকদের নিয়ে খোঁজ খবর নেন তিনি। কথা বলেন তাঁদের সঙ্গে। তবে এই প্রথম নয়, যতবারই মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়েছেন ততবারই তাঁকে অন্য মেজাজে দেখা গিয়েছে।

Related posts

এসআইআর শুনানি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, কমিশনকে পঞ্চম চিঠি

আইপ্যাক তল্লাশি-কাণ্ডে সুপ্রিম কোর্টে ইডির জোড়া মামলা, যুক্ত করা হল মুখ্যমন্ত্রী ও সিপিকে

‘মনে হচ্ছে, নিজের কাউকে হারালাম’ পিডিএস নেতা সমীর পুততুণ্ডর মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর