কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়কে এ বার কলকাতা পুলিশের আওতায় আনার নির্দেশ মুখ্যমন্ত্রীর। এর জন্য নয়া ডিভিশনের প্রস্তাব দিয়েছেন তিনি। বুধবার আলিপুর বডিগার্ড লাইনের একটি অনুষ্ঠানে এ কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এ দিন আলিপুর বডিগার্ডস লাইনে পুলিশের একটি অভ্যন্তরীণ অনুষ্ঠান ছিল। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও। সেই সময়েই তিনি ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে নিয়ে আসার জন্য প্রস্তাব দিয়েছেন বলে জানা যাচ্ছে। ভাঙড়ে কলকাতা পুলিশের আলাদা ডিভিশন করার জন্য কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নির্দেশ দেন তিনি। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকেও এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এমনিতে সারাবছরই প্রায় উত্তপ্ত থাকে ভাঙড়। বোমা-গুলি লেগেই চলেছে। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে না হতেই কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিননী মোতায়েনের পরেও রোখা যায়নি প্রাণহানি। ওয়াকিবহাল মহলের মতে, অশান্তিতে লাগাম পরাতেই এই পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।