বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলিকে গরমের ছুটি এগিয়ে আনার আবেদন মুখ্যমন্ত্রীর

বৈশাখের দাবদাহে নাজেহাল রাজ্যবাসী। অতিরিক্ত তাপপ্রবাহের জেরে ইতিমধ্যেই রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয়ে গিয়েছে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন জানালেন, বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলিও যেন ছুটি এগিয়ে আনে।

মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “সরকারি স্কুলে গরমের ছুটি শুরু হয়েছে। ইংরেজি মাধ্যম এবং বেসরকারি স্কুলগুলিকেও আমি অনুরোধ করব ছুটি এগিয়ে আনার কথা ভাবতে। এই বিষয়ে কোনও লিখিত নির্দেশ দেওয়া হবে না, তবে আবেদন রইল।”

তিনি আরও বলেন, “এমন পরিস্থিতিতে বাচ্চারা যত বাড়িতে থাকে ততই ভাল। তারা বাড়ি বসে পড়াশোনা করুক। অনেক রাজ্যে এই গরমে স্কুলে ছুটি দেওয়া হয়েছে। আমাদের রাজ্যেও তেমনটা করা হোক।”

মুখ্যমন্ত্রীর পরামর্শ, আসন্ন রবীন্দ্র জয়ন্তী (৯ মে) থেকেই ছুটি শুরু করে দিলে সুবিধা হবে পড়ুয়াদের। সরকারি নির্দেশিকা না এলেও মুখ্যমন্ত্রীর এই আবেদনকে গুরুত্ব দিয়ে দেখছে অভিভাবক মহল ও একাংশ শিক্ষাপ্রতিষ্ঠান।

Related posts

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের