কলকাতা: রাজ্য মন্ত্রিসভায় রদবদল। দায়িত্ব বাড়ল চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভুঁইঞা এবং বাবুল সুপ্রিয়র। দফতর বদলে গেল গোলাম রব্বানির।
বন দফতরের মহিলা আধিকারিকের সঙ্গে দুর্ব্যবহারের জন্য মন্ত্রিত্ব হারিয়েছেন অখিল গিরি। কারা দফতরের মন্ত্রী ছিলেন তিনি। শুধু তাই নয়, উপনির্বাচনে জিতে বিধায়ক হয়েছেন আরও ৬ জন। এই পরিস্থিতিতে মঙ্গলবার মন্ত্রিসভার রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কারা দফতরের দায়িত্ব এখনও কাউকে দেওয়া হয়নি।
চন্দ্রিমা ভট্টাচার্য এতদিন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। সামলাতেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি রাজস্বদপ্তরের দায়িত্বও। এর পাশাপাশি পরিবেশ দফতরের দায়িত্বেও পেলেন তিনি। এতদিন এই পরিবেশ দপ্তরের দায়িত্ব সামলাতেন মহম্মদ গোলাম রব্বানি। তাঁকে পরিবেশ দফতর থেকে সরিয়ে এ বার দায়িত্ব দেওয়া হল অপ্রচলিত শক্তি দফতরের।
রাজ্যের সেচ ও জলপথ পরিবহণের মন্ত্রী ছিলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। তিনি লোকসভা ভোটে জিতে বারাকপুরের সাংসদ হয়েছেন। ফলে মন্ত্রিত্ব ছাড়তে হল তাঁকে। সেচ দফতরের দায়িত্বে এলেন মানস ভুঁইঞা। পাশাপাশি আগের মতোই জলসম্পদ উন্নয়ন দফতরের দায়িত্বও সামলাবেন তিনি। বাবুল সুপ্রিয় ছিলেন তথ্যপ্রযুক্তি দফতরের মন্ত্রী। অতিরিক্ত হিসেবে শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্বও পেলেন তিনি।