কলকাতা: বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যে নির্বাচন কমিশন। তৎপরতা শাসক-বিরোধী উভয় শিবিরেই। সূত্রের খবর, তিন দিনের নদিয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের মরশুম মিটতেই কৃষ্ণনগর দিয়েই শুরু হচ্ছে তাঁর জেলা সফর।
জানা গিয়েছে, সব কিছু ঠিক থাকলে ৮ নভেম্বর নদিয়া যাবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সভার পাশাপাশি কর্মীসভা করার কথাও রয়েছে তাঁর। ৯ নভেম্বর কৃষ্ণনগর গাবতলা ময়দানে সভা ছাড়াও ১০ নভেম্বর কলকাতায় ফেরার আগে রানাঘাট ছাতিমতলা ময়দানে প্রশাসনিক সভা করবেন তিনি।
পঞ্চায়েত ভোটকে সামনে রেখে জনসংযোগ বাড়াতে বিভিন্ন ধরনের পরিকল্পনা করেছে রাজ্যের শাসক দল। নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। একই সঙ্গে জেলা সফরে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন, সেইসঙ্গে জেলার নেতা-কর্মীদের নিয়ে দলীয় সভাও করবেন। পঞ্চায়েত নির্বাচনের আগে উন্নয়নের কাজ কতখানি তার বিস্তারিত খোঁজখবর নেবেন। এবং বকেয়া কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দেবেন। পাশাপাশি দলীয়ে নেতা-কর্মীদের উদ্দেশেও দেবেন বার্তা।
প্রসঙ্গত, নদিয়া জেলা দু’টি ভাগে বিভক্ত হওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কৃষ্ণনগরকে সদর করে একটি অংশ হবে নদিয়া উত্তর ও অপরটি নদিয়া দক্ষিণ। যদিও জেলাভাগের প্রক্রিয়া এখনও শুরু হয়নি। মুখ্যমন্ত্রীর সফরে কোনো বার্তা পাওয়ার পরই প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ নেবে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: থমকে রয়েছে ১০০ দিনের কাজ, নথিভুক্তদের জন্য বড়ো সিদ্ধান্ত রাজ্যের