‘দ্রুত সুস্থ হউন লতাজি’, ট্যুইটারে শিল্পীর আরোগ্য কামনা মমতা বন্দ্যোপাধ্যায়ের

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার সৌজন্য প্রায় গোটা বিশ্ব জেনে গিয়েছে যে, ভারতবর্ষ তথা বিশ্বের অন্যতম বিখ্যাত গায়িকা লতা মঙ্গেশকর কোভিডে আক্রান্ত। আর এটা জানার পর থেকেই এই মহান গায়িকার সুস্থতা কামনায় প্রায় বৃষ্টির ঢল নেমেছে।

দেশের এই বিস্ময় গায়িকার সুস্থতা কামনায় সাধারণ মানুষ তো রয়েছেই। পিছিয়ে নেই সমাজের বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিরাও। আর লতাজির শুভাকাঙ্ক্ষী এই বিশিষ্ট জনেদের তালিকায় উপরের দিকেই রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও।

জানা গিয়েছে কোভিড পজিটিভ লতা মঙ্গেশকর একইসঙ্গে রয়েছে ফুসফুসের সংক্রমণও। এই মুহূর্তে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে তাঁর চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তাঁর ফুসফুসে নিউমোনিয়া সংক্রমণ হয়েছে। আর তাই কোনোও রকম ঝুঁকি না নিয়ে তাঁকে আপাতত আইসিইউ-তে রাখা হয়েছে।

দেশের গর্ব এই মহান গায়িকার অসুস্থতার কথা জেনে প্রায় সঙ্গে সঙ্গেই তাঁর সুস্থতা কামনা করে ট্যুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে বাংলার মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমি প্রার্থনা করি, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন লতাজি।”

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন