এবছর কোভিড ও কলকাতা হাইকোর্টের যৌথ চেপে শেষ পর্যন্ত প্রায় ভেস্তেই যেতে বসেছিল গঙ্গাসাগর মেলা। শেষ পর্যন্ত যদিওবা আদালত এবারও গঙ্গাসাগর মেলা ও পূণ্য স্নানের অনুমতি দিয়েছে, তবে একইসঙ্গে চাপিয়ে দিয়েছে এক গুচ্ছ শর্ত। আর সেই সব শর্ত সঠিকভাবে পালন করার দায়িত্ব বর্তেছে রাজ্য প্রশাসনের উপর।
স্বাভাবিকভাবেই চাপ বেড়েছে রাজ্য প্রশাসনের উপর। কারণ, আদালতের জারি করা ওই সব শর্ত সঠিক ভাবে পালন করা হচ্ছে কিনা, সেটা দেখার জন্যও তৈরি হয়েছে আদালত কৃত বিশেষ কমিটি।
এই পরিস্থিতিতে গঙ্গাসাগর যাত্রীদের প্রকৃত অবস্থা নিজের চোখে পর্যবেক্ষণের উদ্দেশ্যে বুধবার বাবুঘাট সংলগ্ন গঙ্গাসাগর যাত্রীদের ক্যাম্পে এসে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেখানে উপস্থিত হয়ে গঙ্গাসাগর যাওয়ার উদ্দেশে বিহার, ঝাড়খণ্ড কিংবা ইউপি থেকে আগত পুণ্যার্থীদের মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আপনারা সবাই খুব সাবধানে থাকুন আর অবশ্যই মাস্ক ব্যবহার করুন। নিজেরা ভালো থাকুন আর বাকিদেরও ভালো থাকতে দিন। এবার গঙ্গাসাগর যাওয়ার ব্যাপারে হাইকোর্টের বিধিনিষেধ রয়েছে, সেগুলো সবাই মেনে চলুন।” একইসঙ্গে তিনি জানান, এবার সাগরের সব পুণ্যার্থীদের জন্যই বিমার ব্যবস্থা করা হয়েছে।