বিরসা মুন্ডার জন্মদিনে ঝাড়গ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: নদিয়া সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে তাঁর ঝাড়গ্রাম সফরের সূচি তৈরি করে ফেলল নবান্ন। জানা গিয়েছে, বিরসা মুন্ডার জন্মদিনে ঝাড়গ্রামে যাবেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার থেকে তিন দিনের নদিয়া সফরে রয়েছেন মমতা। কালীপুজোর পর জেলা সফর নদিয়া জেলা দিয়ে শুরু করেছেন তিনি। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি রাজনৈতিক সভাও রয়েছে তাঁর কর্মসূচির তালিকায়। এরই মধ্যে নবান্ন সূত্রে খবর, আগামী ১৫ নভেম্বর ঝাড়গ্রাম যেতে পারেন মমতা। নবান্নের তরফে ঝাড়গ্রাম জেলা প্রশাসনকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

আদিবাসী সম্প্রদায়ের বরেণ্য নেতা বিরসা মুন্ডার জন্মদিন পালন অনুষ্ঠানে ঝাড়গ্রামে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। পাশাপাশি ওই দিন বিনপুর-২ ব্লকের বেলপাহাড়িতে একটি সরকারি সভা করতে পারেন তিনি। বেশ কিছু প্রকল্পের উদ্বোধনও করতে পারেন।

মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফর প্রসঙ্গে নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু বলেন, মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে তৎপরতা শুরু হয়েছে। এক সঙ্গে বসে পরিকল্পনা করছেন জেলা নেতৃত্ব। এ ব্যাপারে প্রাথমিক স্তরের আলোচনা চলছে।

আরও পড়ুন: কৃষ্ণনগর পৌঁছেই দলীয় নেতাদের নিয়ে বৈঠকে মমতা, উপস্থিত মুকুলও

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক