কলকাতা: মঙ্গলবার রথযাত্রা। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসায়নেস (ইসকন) আয়োজিত এ বছরের রথযাত্রারও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যান্য বারের মতোই কলকাতার রাজপথে ইস্কনের রথযাত্রায় শামিল হবেন মুখ্যমন্ত্রী। দুপুর ১টায় রথযাত্রার উদ্বোধন করবেন তিনি। দুপুর ২টোয় রথ যাত্রা শুরু হবে। তার আগে, সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।
ইস্কন মন্দির থেকে বেরিয়ে মিন্টো পার্ক-অ্যালবার্ট রোড-হাঙ্গারফোর্ড স্ট্রিট-এ জে সি বোস রোড-শরৎ বসু রোড-হাজরা রোড-শ্যামাপ্রসাদ মুখার্জি রোড-আশুতোষ মুখার্জি রোড-জহরলাল নেহরু রোড-এক্সাইড মোড়-আউট্রাম রোড হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রথের মেলা ময়দানে যাবে রথ।
প্রস্তুতি নিয়েছে বিজেপিও। দলের নির্দেশ সব নেতা, সাংসদ, বিধায়ককেই মঙ্গলবার রথযাত্রার শুভেচ্ছা জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। নিজের নিজের এলাকার রথযাত্রায় অংশও নিচ্ছেন তাঁরা।