কলকাতা: বুধবার বর্ধমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা। পূর্ব বর্ধমান জেলার গোদা থেকে জেলার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি।
বর্ধমানে গোদার বালি মাঠের সভায় স্বাস্থ্য ক্ষেত্রেও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, বুধবার ৮৩৬ কোটি টাকা ব্যয়ে ৫৪৬টি প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। বর্ধমান-আরামবাগ রোডের সংস্কার ও সম্প্রসারণের কাজও শুরু হবে। ৭৮ কোটি ৯৫ লক্ষ টাকা খরচ করে ২৬ কিলোমিটার রাস্তা সংস্কার করা হবে। এই রাস্তা সম্প্রসারণ ও সংস্কারের দাবি দীর্ঘদিন ধরে রয়েছে। পাশাপাশি, কাটোয়া মহকুমা হাসপাতালে ১০০ বেডের কোভিড হাসপাতালের উদ্বোধন হবে।
উল্লেখযোগ্য ভাবে, দক্ষিণবঙ্গের এই গুরুত্বপূর্ণ জেলা সদরেও তৈরি হয়েছে প্রশাসনিক ভবন। এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হচ্ছে ৮.০৩ কোটি টাকায় নির্মিত এই ভবনের। নতুন এই ভবনে পূর্ত, স্বাস্থ্যর মতো বেশ কিছু দপ্তর কাজ করবে।
প্রকল্প উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি উপভোক্তাদের হাতে সরাসরি সুবিধা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদনকারীদের মধ্যে পূর্ব বর্ধমানের ৩০ ও পশ্চিম বর্ধমানের ২০ জনের হাতে সরাসরি সুবিধা তুলে দেবেন তিনি। সব মিলিয়ে মোট ৩ লক্ষ ২৬ হাজার ২৮১ জন আবেদনকারী সরকারি প্রকল্পের সুবিধা পাবেন।