আজ বর্ধমানের প্রশাসনিক সভা থেকে ৫০০-র বেশি প্রকল্পের শিলান্যাস করছেন মুখ্যমন্ত্রী

কলকাতা: বুধবার বর্ধমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা। পূর্ব বর্ধমান জেলার গোদা থেকে জেলার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি।

বর্ধমানে গোদার বালি মাঠের সভায় স্বাস্থ্য ক্ষেত্রেও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, বুধবার ৮৩৬ কোটি টাকা ব্যয়ে ৫৪৬টি প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। বর্ধমান-আরামবাগ রোডের সংস্কার ও সম্প্রসারণের কাজও শুরু হবে। ৭৮ কোটি ৯৫ লক্ষ টাকা খরচ করে ২৬ কিলোমিটার রাস্তা সংস্কার করা হবে। এই রাস্তা সম্প্রসারণ ও সংস্কারের দাবি দীর্ঘদিন ধরে রয়েছে। পাশাপাশি, কাটোয়া মহকুমা হাসপাতালে ১০০ বেডের কোভিড হাসপাতালের উদ্বোধন হবে।

উল্লেখযোগ্য ভাবে, দক্ষিণবঙ্গের এই গুরুত্বপূর্ণ জেলা সদরেও তৈরি হয়েছে প্রশাসনিক ভবন। এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হচ্ছে ৮.০৩ কোটি টাকায় নির্মিত এই ভবনের। নতুন এই ভবনে পূর্ত, স্বাস্থ্যর মতো বেশ কিছু দপ্তর কাজ করবে।

প্রকল্প উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি উপভোক্তাদের হাতে সরাসরি সুবিধা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদনকারীদের মধ্যে পূর্ব বর্ধমানের ৩০ ও পশ্চিম বর্ধমানের ২০ জনের হাতে সরাসরি সুবিধা তুলে দেবেন তিনি। সব মিলিয়ে মোট ৩ লক্ষ ২৬ হাজার ২৮১ জন আবেদনকারী সরকারি প্রকল্পের সুবিধা পাবেন।

Related posts

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস