নেতাজি মূর্তি থেকে স্বামীজির বাড়ি, আজ কলকাতা উত্তরে রোড শো মমতার

কলকাতা: মঙ্গলবার কলকাতার শ্যামবাজার থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত রোড-শো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল সূত্রে খবর, বুধবার সেই পথেই রোড-শো করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, বুধবার মমতা যে কলকাতা উত্তরে একটি রোড শো করবেন, সেটা আগে থেকেই ঠিক হয়েছিল।

বুধবার মমতা যে কলকাতা উত্তরে বুধবার রোড-শো করবেন, সেটা আগে থেকেই ঠিক ছিল। তবে ওই রোড শো কোন পথে তা হবে, সেটা চূড়ান্ত ছিল না। এরই মধ্যে মঙ্গলবার রোড শো করেন মোদী। তার আগেই তৃণমূল সূত্রে জানা যায়, বুধবার মমতার রোড-শো শুরু হবে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে। শেষ হবে স্বামী বিবেকানন্দের বাড়িতে। ঘটনাচক্রে, মোদীও মঙ্গলবার এই একই পথে রোড-শো করেছেন।

মঙ্গলবার বেহালার সভায় মমতা বলেন, “আমি তো কাল (বুধবার) শ্যামবাজারে যাব। আগে থেকেই আমার প্রোগ্রাম ঠিক করা ছিল। নেতাজিকে আমাদের রোজ স্যালুট দিতে হয়। তাঁর জন্মদিনকে জাতীয় ছুটির দিন ঘোষণার দাবি আবার করব। শ্যামবাজার থেকে স্বামীজির বাড়ি পর্যন্ত মিছিল করব। মনে রাখবেন, স্বামীজির বাড়ি কিন্তু আমরা টাকা দিয়ে কিনে দিয়েছি। এই বাড়ি মাফিয়ারা দখল করে নিচ্ছিল।”

প্রসঙ্গত, মঙ্গলবার প্রথমে বাগবাজারে মায়ের বাড়িতে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কয়েক মিনিট প্রার্থনা করেন প্রধানমন্ত্রী৷ এর পর কিছুটা তাড়াহুড়ো করেই অল্প প্রসাদও খান তিনি৷ মায়ের বাড়িতে কিছুটা সময় কাটানোর পর শ্যামবাজার থেকে রোড শো শুরু করেন তিনি৷ রোড শো শুরু করার আগে অবশ্য শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদানও করেন প্রধানমন্ত্রী৷ এর পর হুডখোলা গাড়িতে করে শুরু হয় প্রধানমন্ত্রী রোড শো৷

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন