দিল্লি যাচ্ছেন মমতা, সাক্ষাতের সময় দিলেন প্রধানমন্ত্রী

নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

ডেস্ক: সোমবার সন্ধ্যায় দিল্লি পৌঁছোচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পর্যন্ত রাজধানীতে থাকবেন তিনি। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ আগামী বুধবার।

এর আগে গত জুলাই মাসে দিল্লি সফরে গিয়েছিলেন মমতা। পাঁচ দিনের সেই দিল্লি সফরে প্রধানমন্ত্রী-সহ একাধিক বিরোধী দলের নেতানেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মমতা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের বকেয়া পাওনা নিয়ে বিস্তারিত তথ্য পেশ করেছিলেন মমতা। এ বারও সে সব নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হতে পারে। এ ছাড়া বিএসএফের কাজের পরিধি বাড়ানো নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিও তুলতে পারেন তিনি।

সূত্রের খবর, এ বারেও সাক্ষাতের জন্য মুখ্যমন্ত্রীকে সময় দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ২৪ নভেম্বর (বুধবার) প্রধানমন্ত্রীর বাসভবনেই তাঁর সঙ্গে দেখা করবেন মমতা।

আরও পড়ুন: অনুমতি পেলেও ত্রিপুরায় পথসভা করলেন না অভিষেক

পাশপাশি, দেখা করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও। এই মুহূর্তে ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতির কথাও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরতে পারেন মমতা।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন