গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্যালোচনায় আজ নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী

কলকাতা: জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে সাগরমেলা। মকর সংক্রান্তিতে সাগরমেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থী আসবে সারা দেশ থেকে। তার আগে, বুধবার (২৭ ডিসেম্বর, ২০২৩) গঙ্গাসাগর মেলা নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা।

নতুন বছরের ১২-১৫ জানুয়ারি সাগরদ্বীপে আয়োজিত গঙ্গাসাগর মেলায় লাখ লাখ মানুষ পুণ্যস্নান করতে আসবেন। নবান্ন সূত্রে খবর, গঙ্গাসাগরে গিয়ে মুখ্যমন্ত্রী কপিল মুনির আশ্রম পরিদর্শনে যেতে পারেন। মন্দির কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে মেলার আয়োজন নিয়ে কথাও বলতে পারেন তিনি। সব ঠিকঠাক থাকলে ৩ এবং ৪ জানুয়ারি তাঁর এই গঙ্গাসাগর সফরের সম্ভাবনা রয়েছে।

মুখ্য়মন্ত্রীর এ দিনের বৈঠকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের বেশির ভাগ দফতরের মন্ত্রী ও সচিবদের। জানা গিয়েছে, মেলার সঙ্গে সংশ্লিষ্ট রাজ্যের ১৫ জন মন্ত্রী ও ১৮টি দফতরের সচিবদের ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। পাশাপাশি গঙ্গাসাগর মেলার সঙ্গে যুক্ত থাকার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদেরও নবান্নের ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গঙ্গাসাগর মেলা আন্তর্জাতিক মেলায় পরিণত হয়েছে ইতিমধ্যেই। সব ধরনের সুবিধা থাকে এই মেলায়। মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় সাগরযাত্রাও সুগম হয়েছে। আর তাই প্রতি বছর গঙ্গাসাগর মেলায় লক্ষাধিক পুণ্য়ার্থীর সমাগম ঘটে চলেছে। আর এই প্রচুর সংখ্যক পুণ্য়ার্থীকে সামাল দিতে হিমশিম খেতে হয় রাজ্য প্রশাসনকে।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে