প্রথম পাতা খবর মোদিকে চিঠি পাঠালেন মমতা, বিষয় বাংলার ‘ট্যাবলো বাতিল ‘

মোদিকে চিঠি পাঠালেন মমতা, বিষয় বাংলার ‘ট্যাবলো বাতিল ‘

287 views
A+A-
Reset

২০২০ সালের মতো করে এবারেও দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাতিল করে দেওয়া হয়েছে বাংলার ট্যাবলো । আর এই বাদ দেওয়ার সিদ্ধান্তকেই এবার পুনর্বিবেচনা করবার কথা জানিয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

দেশের প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, কেন্দ্রের এই সিদ্ধান্তে তিনি হতবাক এবং ব্যথিত হয়েছেন। এভাবে বাংলার ট্যাবলো বাতিলের সিদ্ধান্তের মাধ্যমে আসলে দেশের স্বাধীনতা সংগ্রামীদেরই অপমান করা হয়েছে।

তাই গোটা বিষয়টিকে নতুন করে পর্যালোচনার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর লেখা চিঠিতে জানিয়েছেন, ‘দেশের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভুমিকা নিয়েছিল বাংলা। তাই কেন্দ্রের এই সিদ্ধান্তে বাংলার মানুষে ব্যথিত হয়েছেন।’

প্রসঙ্গত উল্লেখ্য, এবার স্বাধীনতার ৭৫তম বর্ষ বিশেষভাবে উদযাপন করবার উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। আর তাই এবার প্রজাতন্ত্র দিবস এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী এক সঙ্গেই পালন করারও সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আর বাংলার তরফেও তাই এই বিষয়টি নজরে রেখেই দিল্লির কাছে ট্যাবলো পাঠানোর অনুমতি চেয়েছিল রাজ্য সরকার। কিন্তু দুর্ভাগ্য, এবারও বাংলার এই পরিকল্পনাকে বাতিল ঘোষণা করা হয়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.