মুর্শিদাবাদে সফরে মুখ্যমন্ত্রী, ক্ষতিপূরণ না নিলে “কী করা যাবে” প্রশ্ন মমতার

মুর্শিদাবাদের উদ্দেশে হেলিকপ্টারে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ডুমুরজোলা থেকে উড়ে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, হিংসা-আক্রান্ত এলাকাগুলি পরিদর্শন করবেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন। তবে ক্ষতিপূরণ নিতে কেউ অস্বীকার করলে, তার দায় তিনি নিতে পারবেন না বলেও মন্তব্য মুখ্যমন্ত্রীর।

গত মাসে সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদকে কেন্দ্র করে শমসেরগঞ্জ, ধুলিয়ান, সুতিতে ছড়িয়েছিল অশান্তি। প্রাণ হারান তিনজন। তাঁদের মধ্যে পিতা-পুত্র হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবার রাজ্য সরকারের ঘোষিত ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ নিতে অস্বীকার করেছে। বর্তমানে তারা কলকাতার উপকণ্ঠে থাকলেও, মমতা জানান, “যাঁরা মুর্শিদাবাদে রয়েছেন, তাঁদের সঙ্গে কথা বলব, সাহায্য করব। বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য সরকার রয়েছে।”

মুখ্যমন্ত্রীর দাবি, পরিবারগুলিকে কলকাতায় নিয়ে আসার নেপথ্যে বিজেপির ভূমিকা থাকতে পারে। বহরমপুরে প্রশাসনিক বৈঠক সেরে তিনি মঙ্গলবার যাবেন ধুলিয়ান ও সুতি হয়ে বুধবার ফিরবেন কলকাতায়।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন