কলকাতা: অনশন প্রত্যাহার না করলে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় মুখ্যসচিব মনোজ পন্থের পাঠানো ইমেলে স্পষ্টভাবে জানানো হয়েছে, আমরণ অনশন না তুললে সোমবার নির্ধারিত বৈঠক হবে না। তবে অনশন প্রত্যাহারের শর্ত মেনে নিলে বিকেল ৫টায় নবান্ন সভাঘরে ১০ জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করতে প্রস্তুত মুখ্যমন্ত্রী।
গত ১৪ দিন ধরে অনশন করছেন কিছু জুনিয়র ডাক্তার, যার ফলে তাঁদের স্বাস্থ্যের অবনতি ঘটছে। মুখ্যমন্ত্রী তাঁদের স্বাস্থ্যের ব্যাপারে উদ্বিগ্ন এবং অনশন তোলার আহ্বান জানিয়েছেন। সরকার দাবি করেছে, জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবি ইতিমধ্যেই মেনে নেওয়া হয়েছে এবং বাকি দাবিগুলি নিয়েও কাজ চলছে।
মুখ্যমন্ত্রীর পূর্বনির্ধারিত ব্যস্ত কর্মসূচির মধ্যে ৪৫ মিনিট সময় বের করা হয়েছে বৈঠকের জন্য। আন্দোলনকারীদের সোমবার সাড়ে চারটার মধ্যে নবান্নে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত অনশনকারীদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।