বিধায়ক হুমায়ুন কবীরকে ধমক মুখ্যমন্ত্রীর, দ্রুত শোকজের জবাব দেওয়ার নির্দেশ

কলকাতা: ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে প্রকাশ্যে ধমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দলের বিধায়কদের সঙ্গে বৈঠকের সময় হুমায়ুনকে শোকজের দ্রুত উত্তর দিতে বলেন মুখ্যমন্ত্রী। দৃশ্যত বিরক্ত মমতা তাঁকে সতর্ক করে বলেন, “এত কথা কেন বলো? বেশি বলো না।”

বিধানসভার অধিবেশন শেষে দলের সব বিধায়ককে দেখা করার নির্দেশ দেন মমতা। সেই সময় হুমায়ুন কবীর তাঁর সঙ্গে দেখা করতে গেলে মুখ্যমন্ত্রী সাফ জানান, “আগে শোকজের উত্তর দাও।”

সম্প্রতি বিধানসভার বাইরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশমন্ত্রী করার দাবি তুলেছিলেন হুমায়ুন। এর পর থেকেই শুরু হয় বিতর্ক। দলীয় নেতা ফিরহাদ হাকিম হুমায়ুনকে কটাক্ষ করে বলেন, “মুখ্যমন্ত্রীর ছবি ছাড়া জিতে দেখান হুমায়ুন।”

সোমবার কালীঘাটের বৈঠকের পর আরও বিতর্কিত মন্তব্য করেন হুমায়ুন। তিনি অভিযোগ করেন, “দলে অভিষেককে কোণঠাসা করার চেষ্টা চলছে।” এই বক্তব্যে তৃণমূলের অন্দরে উত্তেজনা চরমে পৌঁছায়।

এই পরিস্থিতিতে হুমায়ুন কবীরকে শোকজ নোটিস পাঠানো হয়। তাঁর নিরাপত্তাও কমিয়ে দেয় প্রশাসন। এবার মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর আরও চাপের মুখে পড়লেন ভরতপুরের বিধায়ক।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন