আজ শালবনিতে জিন্দাল গোষ্ঠীর প্রকল্প উদ্বোধনে মুখ্যমন্ত্রী, মঙ্গলবার প্রশাসনিক সভা

দু’দিনের জেলা সফরে পশ্চিম মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ, সোমবার শালবনিতে জিন্দাল গোষ্ঠীর পাওয়ার প্লান্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকবেন সজ্জন ও পার্থ জিন্দাল। উদ্বোধনের পর রাতে মেদিনীপুর সার্কিট হাউসে থাকবেন তিনি।

আগামীকাল মেদিনীপুর কলেজ মাঠে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা। একাধিক প্রকল্পের উদ্বোধন ও সরকারি সাহায্য বিতরণ হবে সেখানে। এ ছাড়া গোয়ালতোড়ের একটি সোলার পাওয়ার প্ল্যান্ট-সহ একাধিক নতুন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?