দু’দিনের জেলা সফরে পশ্চিম মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ, সোমবার শালবনিতে জিন্দাল গোষ্ঠীর পাওয়ার প্লান্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকবেন সজ্জন ও পার্থ জিন্দাল। উদ্বোধনের পর রাতে মেদিনীপুর সার্কিট হাউসে থাকবেন তিনি।
আগামীকাল মেদিনীপুর কলেজ মাঠে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা। একাধিক প্রকল্পের উদ্বোধন ও সরকারি সাহায্য বিতরণ হবে সেখানে। এ ছাড়া গোয়ালতোড়ের একটি সোলার পাওয়ার প্ল্যান্ট-সহ একাধিক নতুন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।