কয়লা পাচারকাণ্ডে সিআইডি-র নজরে জিতেন্দ্র তিওয়ারি, শুক্রবার ভবানী ভবনে তলব

জিতেন্দ্র তিওয়ারি। প্রতীকী ছবি

কলকাতা: এক দিকে সিবিআই, অন্য দিকে কয়লা পাচার মামলায় তৎপর হয়েছে সিআইডি। এ বার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব করল সিআইডি। বৃহস্পতিবার ভবানীভবনে হাজিরার নির্দেশ।

সিবিআইয়ের পাশাপাশি সিআইডি-ও কয়লাপাচার মামলার তদন্ত করছে। তদন্তের কাজে আসানসোল-রানিগঞ্জ-কুলটির মতো জায়গা সিআইডির আতসকাচের তলায়। বিভিন্ন তথ্যও সংগ্রহ করা হয়। বেশ কয়েক জনকে এর মধ্যেই গ্রেফতার করা হয়। এমনকী ওই এলাকাগুলির বেশ কয়েকজন পুলিশ আধিকারিককেও ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়।

বারিক বিশ্বাস সহ বেশ কয়েকজমকে ইতিমধ্যে গ্রেফতার করেছে সিআইডি। তাঁদের মধ্যে কারও কারও মুখে বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির নাম শোনা গিয়েছে বলে সূত্রের খবর। তিনি দীর্ঘ সময় ধরে আসানসোলের দাপুটে নেতা হিসেবে পরিচিত। আসানসোল সহ-পশ্চিমের এলাকাগুলোতেই মূলত কয়লা পাচারের অভিযোগ উঠেছিল, তাই সে ক্ষেত্রে জিতেন্দ্রর কী ভূমিকা ছিল, সেটা খতিয়ে দেখতে চায় সিআইডি।

সিআইডি তলবকে নিছকই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন জিতেন্দ্র। নোটিশ পেয়ে তাঁর মন্তব্য, “পুজোর আগে পুজোর উপহার। ২০২০ সালে অন্ডাল থানার একটি মামলায় তলব করা হয়েছে। স্বল্প সময়ের ব্যবধানে নোটিস পেয়েছি। তদন্তে সহযোগিতা করা প্রত্যেক জনগণের কাজ। চেষ্টা করব”।

আরও পড়ুন: হতাশ হওয়ার দরকার নেই, অনেক সুযোগ আসছে, চাকরিপ্রার্থীদের বড়োসড়ো আশ্বাস মুখ্যমন্ত্রীর

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?