উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের ১ মাস ১১ দিনের মাথায় শুরু হচ্ছে কলেজে ভর্তির অনলাইন আবেদন। আগামী ১৮ জুন সকাল ১০টা থেকে চালু হবে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এমনই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
প্রথম দফায় ১ জুলাই পর্যন্ত চলবে আবেদন। এক জন পড়ুয়া সর্বাধিক ২৫টি কলেজ বেছে নিতে পারবেন। ১৭টি বিশ্ববিদ্যালয়ের অধীন ৪৬০টি কলেজে এই পোর্টালের মাধ্যমে ভর্তি হবে। তবে প্রেসিডেন্সি, যাদবপুর, স্বায়ত্তশাসিত, সংখ্যালঘু ও আইন কলেজের ভর্তি থাকবে এর বাইরে।
ভর্তি হবে একবারের আবেদনেই। আবেদন শেষের পরে সমস্ত কলেজের সিস্টেম-উৎপন্ন মেধাতালিকা প্রকাশ করা হবে। প্রথম দফা ভর্তি শেষ হলে ফাঁকা আসনের ভিত্তিতে ফের মেধাতালিকা প্রকাশিত হবে।
আবেদনকারীদের সুবিধার জন্য ‘বীণা’ নামে সহায়তা কেন্দ্র চালু হয়েছে। থাকছে হেল্পলাইন নম্বর ১৮০০১০২৮০১৪। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ওবিসি মামলার কোনও প্রভাব এই ভর্তি প্রক্রিয়ায় পড়বে না।
গত বছর ১৯ জুন পোর্টাল খুলেছিল, এ বার তা খুলছে ১৮ জুন। ফলে দেরি হচ্ছে না বলেই দাবি শিক্ষামন্ত্রীর। গতবার ৪ লক্ষ ৪৪ হাজার ১৯০ জন ভর্তি হয়েছিলেন। এবার সেই সংখ্যা কোথায় পৌঁছায়, তা দেখার।