বাজেটে বঞ্চনার অভিযোগ, আন্দোলনের প্রস্তুতিতে রেশন ডিলারদের সংগঠন

নয়াদিল্লি: কেন্দ্রীয় বাজেটে বঞ্চনার অভিযোগ তুলে আবারও দেশজুড়ে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স অ্যাসোসিয়েশন। আগামী ৫ ফেব্রুয়ারি হায়দরাবাদে সংগঠনের জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকা হয়েছে, যেখানে ঠিক হবে ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা।

সংগঠনের অভিযোগ, ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে মূল্যবৃদ্ধি রোধ কিংবা গণবন্টন ব্যবস্থার উন্নতির জন্য কোনও দিশা দেওয়া হয়নি। চাল, গম, চিনি-সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ কিংবা রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র। ফলে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষ এবং রেশন ডিলাররা এই বাজেট থেকে কিছুই পেল না বলে মনে করছে সংগঠন।

কেন্দ্রকে চাপে ফেলতে এবার দেশজুড়ে আন্দোলনের পরিকল্পনা চলছে। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, “মোবাইল, টিভি, এলইডির দাম কমানো হলেও চাল, গম, চিনির মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। খাদ্য ভর্তুকি বাড়ানো হয়নি, রেশন ডিলারদের ভবিষ্যৎ নিয়েও কোনও দিশা দেওয়া হয়নি।”

দাবি আদায়ে সংগঠন ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নীতি আয়োগের সঙ্গে আলোচনা করেছে। বাজেট থেকে ইতিবাচক কিছু প্রত্যাশা করা হয়েছিল, কিন্তু তেমন কিছু না হওয়ায় এবার আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে সংগঠন। প্রয়োজনে দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হতে পারে।

হায়দরাবাদের বৈঠকে সংগঠনের সহ-সভাপতি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদিও উপস্থিত থাকবেন। বিশ্বম্ভর বসু বলেন, “কোভিডের সময় নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে আমরা রেশন পরিষেবা চালু রেখেছিলাম, অথচ সরকার আমাদের কোনও মূল্যই দিচ্ছে না। এবার দাবি আদায় করেই ছাড়ব।”

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?