কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর করা গান নিয়ে কলকাতায় প্রথমবার হতে চলেছে এক জমকালো কনসার্ট। আগামী ১২ জানুয়ারি, রবিবার, কসবার রাজডাঙা খেলার মাঠে পিঠেপুলি উৎসবের সূচনা হবে। প্রথম দিনেই মুখ্যমন্ত্রীর লেখা ও সুর করা ৩২টি গান পরিবেশিত হবে কনসার্টে। এই আয়োজনের উদ্যোগ নিয়েছেন ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ।
মমতার লেখা ও সুর করা অসংখ্য গানের মধ্যে থেকে বাছাই করা ৩২টি গান পরিবেশন করবেন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এবং মনোময় ভট্টাচার্যের মতো প্রখ্যাত শিল্পীরা। ইন্দ্রনীল নিজেও রাজ্যের মন্ত্রী। আয়োজক সুশান্ত ঘোষ জানিয়েছেন, ‘‘মুখ্যমন্ত্রীর অনেক গান গোল্ডেন ডিস্ক পেয়েছে। সেই গানগুলো নিয়ে কনসার্ট করার পরিকল্পনা করেছি।’’
রাজডাঙার পিঠেপুলি উৎসব ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। পাঁচ দিনের এই উৎসব এবার নতুন মাত্রা পেতে চলেছে মমতার গান দিয়ে।
মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরই বিভিন্ন উৎসবকে ঘিরে গান লিখে সুর দেন। দুর্গাপুজো থেকে কালীপুজো, ভাইফোঁটা বা বড়দিন— প্রতিটি উৎসবের জন্য তিনি আলাদা গান তৈরি করেন। সদ্য বড়দিন উপলক্ষে লেখা তাঁর গান অ্যালেন পার্কের মঞ্চে পরিবেশিত হয়েছিল।
এর আগেও সুরুচি সঙ্ঘের পুজোর থিম সং লিখে সুর দিয়েছিলেন মমতা। সেই গান গেয়েছিলেন শ্রেয়া ঘোষাল, যা তৃণমূল নেতাদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠে।