রাত দুপুরে কংগ্রেসের তালিকা প্রকাশ, বদলে গেল একাধিক প্রার্থীর নাম

কলকাতা পুরভোট উপলক্ষ্যে নিজেদের তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। সোমবার অনেক রাতে প্রকাশ করা হয় এই তালিকা।

তৃতীয় দফায় মোট ৩২ ওয়ার্ডে প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। তাৎপর্যের বিষয় হল, এই তালিকায় এমন পাঁচ ওয়ার্ড রয়েছে, যেগুলির প্রার্থী আগেই ঘোষণা করা হয়েছিল। কিন্তু নতুন এই তালিকায় দেখা যাচ্ছে, আগের ঘোষিত পাঁচটি ওয়ার্ডের প্রার্থীর নাম পরিবর্তন করেছে কংগ্রেস।

এদিনের প্রকাশিত এই তালিকা ধরলে এখনও পর্যন্ত মোট তিন দফা মিলিয়ে ১২৭টি ওয়ার্ডে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। এর আগে প্রথম দফায় ৬৬ টি ওয়ার্ড এবং দ্বিতীয় দফায় ২৯টি ওয়ার্ডে প্রার্থীর নাম ঘোষণা করেছিল হাত শিবির।

তৃতীয় দফায় ঘোষিত প্রার্থী তালিকায় মোট ৩২ টি ওয়ার্ডের নাম থাকলেও এর মধ্যে যেহেতু আগেই ঘোষিত ৫টি ওয়ার্ডের নাম রয়েছে, যেখানে শুধু মাত্র প্রার্থীর নাম বদল হয়েছে, সেই অর্থে তৃতীয়া দফায় প্রকৃত অর্থে নতুন ২৭টি ওয়ার্ডের প্রার্থী ঘোষণা করা হয়েছে। কংগ্রেস সূত্রে খবর, বাকি থাকা ১৭টি ওয়ার্ডে কোনও প্রার্থী দেওয়া হবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নেতৃত্ব। আরও জানা গিয়েছে, ওই ১৭ ওয়ার্ডে আসলে বামেদের সঙ্গে অলিখিত সমঝোতায় গিয়েছে কংগ্রেস। একইভাবে বামেরাও কংগ্রেসকে জায়গা ছেড়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক